এসএম টিভি ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রামে ইয়াবা ট্যাবলেটসহ আটক একজন।
জানা গেছে, লালমনিরহাট জেলা পাটগ্রাম থানার অফিসার এর নেতৃত্বে বিট অফিসার এসআই মিন্টু চন্দ্র রায় (বিট নং ১৪ পাটগ্রাম পৌরসভা) সঙ্গীয় অফিসার সহ পাটগ্রাম জগতবের ইউপির পশ্চিম জগতবের মৌজায় অভিযান পরিচালনা করে আসামির নিজ বসতবাড়ি হইতে ৩০ পিস ইয়াবা সহ আটক করেন।
এই সংক্রান্তে পাটগ্রাম থানার মামলা নং ২৩ ধারা ২০১৮ সালের মাদকদ্রব্য আইন নিয়ন্ত্রনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়।