27 C
Dhaka
Tuesday, September 26, 2023
spot_img

লিভ-ইন পার্টনারকে মেরে খন্ড বিখন্ডিত করে প্রেসার কুকারে সিদ্ধ

দীর্ঘদিনের লিভ-ইন পার্টনারকে নির্মমভাবে হত্যার করে তার লাশকে টুকরো টুকরো করে ফেলেন মুম্বাইয়ের মনোজ সানে (৫৬)। মানুষ কতোটা বিকৃত মতিষ্কের হলে এমন ভয়ানক কান্ড ঘটাতে পারে ভাবুন।

ভারতের অন্যতম বানিজ্য খ্যাত রাজধানী মুম্বাইয়ে এই ভয়ংকর হত্যা কান্ড ঘটে। জানা যায়,বেশ কয়েক বছর যাবত লিভ-ইন করে পার্টনারকে হত্যার পর টুকরো টুকরো করে প্রেশার কুকারে সিদ্ধ করেন মনোজ সানে। ইদানীং ভারতে রোহমর্ষক হত্যা যেনো দিনকে দিন বেড়েই চলেছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উঠে আসে, বুধবার গভীর রাতে মুম্বাইয়ের গীতা নগর এলাকার একটি আবাসিক ভবনের এই হত্যাকাণ্ডের স্বীকার হয় সরস্বতী বৈদ্য (৩২) নামের এক নারী। এ প্রসঙ্গে নয়া নগর পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেন, সরস্বতী বৈদ্যের(৩২) দীর্ঘ ৩ বছর ধরে মনোজ সানের (৫৬) সাথে লিভ-ইন করছিল। তখন থেকেই তারা মীরা রোডের গীতা নগর এলাকায় একটি ভাড়া করা ফ্ল্যাটে একসঙ্গে থাকতো। প্রতিবেশী বাসিন্দারা সরস্বতী বৈদ্যের বাসায় হত্যার ভয়ানক দৃশ্য দেখে পুলিশকে সতর্ক করে। এছাড়াও তারা অভিযোগ করে ঐ বাসা থেকে উৎকট গন্ধ বেরিয়ে আসছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কর্মকর্তারা দেখতে পায় সরস্বতী বৈদ্যের পচে যাওয়া মরদেহের খন্ডবিশেষ। এক পর্যায়ে বেশ কয়েকটি টুকরো খুজে পায় তারা। মুম্বাই পুলিশের উপকমিশনার বলেন, ঘটনাস্থলে গিয়ে আমাদের কর্মকর্তারা বৈদ্যের পচে যাওয়া মরদেহ দেখতে পান,যা একাধিক টুকরো করা হয়েছিল।প্রাথমিক তদন্তে এইটুকু ধারনা করা যাচ্ছে ওই নারীকে বিভৎস্যভাবে হত্যা করা হয়েছে। ভয়ানক এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ সানেকে গ্রেপ্তার করেছে। তবে হত্যার মোটিভ এখনো জানা যায়নি। এমন হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনবে পুলিশ।

সাম্প্রতিক পোষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,000FansLike
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

জনপ্রিয় পোষ্ট