29 C
Dhaka
Thursday, September 28, 2023
spot_img

শত বাধাঁও সত্ত্বেও হার মানবে না হিরো আলম

আমাকে জোর করে হারানো হয়েছে দাবি হিরো আলমের। গত নির্বাচন ছাড়াও নিজের নানা রকম কাজকর্মে আলোচনা-সমালোচনা থাকে এই কন্টেন্ট ক্রিয়েটর। তবে হাজারো বাধাঁর সম্মুখীন হয়েও হার মানতে শিখেনি সে।

যার নজির দেখা গেছে, কয়েক মাস আগের জাতীয় সংসদ উপনির্বাচনে। সেখানর অংশগ্রহণ করে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করার নজির গড়ার পর। এবার আবারও ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানায় তিনি। মানুষের কথা গায় না মেখে এগিয়ে যাচ্ছে হিরো আলম। এবছর ফেব্রুয়ারি মাসে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম), বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের সময় তুমুল আলোচনায় আসে হিরো আলম। সে সময় তার হার ষড়যন্ত্রমূলক ছিলো এমন দাবীই করেন তিনি। এ বিষয়ে জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার ‌অনলাইনকে বলেন, ‘আসলে আমি জিতেছিলাম। কিন্তু আমায় ষড়যন্ত্র করে হারানো হয়েছিল। আমি দেখিয়ে দিতে চাই, যা হয়েছিল সেটা অন্যায়,অবিচার।’ আমার যোগ্যতার কথা উঠলে বলতে হয়, ‘এদেশের সংসদে এমন অনেক ব্যক্তি আছেন যারা অযোগ্য অথচ পদে বহাল আছেন। তারা কেউ কোনো কাজ করেননি।কিন্তু আমি ফারুক ভাইয়ের অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চাই। আমার স্বপ্ন অনেক বড়। বর্তমানে আমি ১০০ পরিবার নিয়ে ভাবি সুযোগ হলে ১০ হাজার পরিবার নিয়ে ভাববো।’ চিত্রনায়ক ফারুক হোসেনের মৃত্যুর পর পরে তার আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ শূন্য আসনে ভোট হবে আগামী ১৭ জুলাই।

সাম্প্রতিক পোষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,000FansLike
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

জনপ্রিয় পোষ্ট