নিজস্ব প্রতিবেদক ঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ডের শম্ভুগঞ্জ মোড়ে সার গোডাওনের অপজিটে একটি খালি গোডাওন আছে। ঐ গোডাওনে দির্ঘদিন যাবৎ এই পতিতা ব্যবসা করে আসছে। একজন মহিলা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে আর ডিস্টিক ড্রাইভার কাছে টাকার বিনিময়ে দেহ বিক্রি করে।
এরা হঠাৎ কিছুদিন থাকে তারপর আবার চলে যায় আবার কিছুদিন পরে আবার এই জায়গাতে চলে আসে । এই নিয়ে নব জাগরণ টিভি অফিসে অনেকেই কমপ্লেন দিয়েছেন এই নিউজটি করার জন্য কিন্তু অফিস কতৃপক্ষ এতটা গুরুত্ব দেই নাই । কারণ প্রত্যক্ষ সাক্ষী ছাড়া কোন নিউজ করা ঠিক নয় । তারপর ২,৩ দিন নবজাগরণ টিভির কর্তৃপক্ষের চোখে পড়েছে। ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলরের সুদৃষ্টি কামনা করছি যেন সুস্পষ্ট এবং সুন্দর সমাধান দেওয়ার জন্য ।