মিঠুন বালা, সোনাইমুড়ী ডেস্ক: বগুড়ায় আদমদীঘিতে ঢাকাগামী বাসের সাথে সিএনজির সংঘর্ষে নিহত হয়েছেন একজন যাত্রী। সোনাইমুড়ী স্থায়ী সংবাদ প্রতিনিধি তথ্যসূত্র জানতে পারে বগুড়া – নওগাঁ মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় একজন নিহত এবং দুই জন আহত হয়। ঘটনায় উপস্থিত একজন স্থায়ী প্রতিনিধির কাছে থেকে জানা যায় নিহত হয়েছেন স্ত্রী ও আহত স্বামী।
নিহত ব্যক্তির নাম শিল্পী বিশ্বাস এবং আহত দুই জনের মধ্যে একজন তার স্বামী দিপঙ্কর বিশ্বাস (৪২) অন্যজন হলেন সিএনজি চালক শেখ জিয়া হাসান (৩৫)। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান দিপঙ্ক বিশ্বাস ও তার স্ত্রী শিল্পী বিশ্বাস চাকরি সূত্রে শিবগঞ্জ উপজেলায় থাকেন।
সোমবার ভোর রাতে ৬ টায় তাদের বহনকারী যানটি আদমদীঘির ফায়ার সার্ভিসের কাছাকাছি পৌছালে ঢাকাগামী বাসের সাথে সিএনজির সংঘর্ষ হয়।ফলে সিএনজিটি দুমরে মুচড়ে সড়কের পাশে পড়ে যায়। ঘটনা স্থলেই একজন মারা যায় আহত দুই জনকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করানো হয়।