এসএম টিভি ডেস্ক: শেরপুরের নকলায় এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ মিলেনি মৃত্যুর রহস্য। নিহত বৃদ্ধের নাম মোহাম্মদ আলী। আজ বুধবার ২ জুন উপজেলার উরফা পূর্বপাড়া এলাকা থেকে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে, প্রায় ১৩ দিন আগে মোহাম্মদ আলী বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। পরে বিভিন্ন জায়গাতে পরিবারের লোকজন খোঁজাখুজি করেও তাকে পায়নি। পরে আজ বুধবার দুপুরে মোহাম্মদ আলীর পুত্রবধূ লিলি বেগম বাড়ির উঠানে রান্নার কাজ করার সময় দেখেন বাড়ির পশ্চিম পাশে মেহগনি গাছের সাথে প্লাস্টিকের রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে তার শ্বশুর।
পরে তার চিৎকারে স্থানীয়রা পুলিশকে সংবাদ দিলে মোহাম্মদ আলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এবিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ওই ঘটনায় নিহতের ছেলে নূর মোহাম্মদ বাদী হয়ে অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।