এসএম টিভি ডেস্ক: শেরপুর শহরের বাড়ইপাড়া এলাকা থেকে দশ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাতে মধ্যশেরী উত্তর বারইপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত আসামিরা হলেন- আব্দুল জলিল ও খোদেজা বেগম।
স্থায়ী সূত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রাতে একদল পুলিশ মধ্যশেরী উত্তর বারইপাড়ার জনৈক মকবর আলী বাসায় ভাড়াটিয়া খোদেজা বেগমের ঘরে তল্লাশি চালায়।
তল্লাশির সময় ঘরের সামনে থেকে পলিথিনে মোড়ানো দশটি ব্যাগে দশ কেজি গাঁজা পাওয়া যায়।
এসময় গাঁজা রাখার দায়ে ভাড়াটিয়া সদর উপজেলার কৃষ্ণপুর উত্তরপাড়া গ্রামের শাহা আলীর স্ত্রী খোদেজা বেগম ও লক্ষিপুর সদর উপজেলার চররহিতা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই সদর থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।