মিঠুন,সোনামোড়ী ডেস্ক:সড়ক দুর্ঘটনায় প্রান হারিয়েছে সাবেক পুলিশ কর্মকর্তা। বরিশালের বিভাগের বাবুগঞ্জে ২৭ ই ফেব্রুয়ারী অর্থাৎ আজ শনিবার সকাল আনুমানিক সাড়ে ১১ টার সময় বরিশাল ঢাকা মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি-২ অঞ্চলে এই দুর্ঘটনাটি ঘটে। বরিশালের স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,ঐ নিহত সাবেক পুলিশ কর্মকর্তার নাম মোঃ মোবারেক হোসেন তার ঠিকানা মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রাম।
তিনি আরো জানান, ওই সাবেক পুলিশ কর্মকর্তা বাইকে করে বাড়ি ফেরার পথে পল্লী বিদ্যুৎ সমিতি-২ অঞ্চলে ঢাকাগামী সাকুরা পরিবহন বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলে নিহত হন পরে ওই সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে।পরে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।