সোনাইমোড়ী ডেস্ক: সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার অপরাধে এক যুবককে আটক করেছে RAB-10 । জানা গেছে, দীর্ঘদিন যাবৎ সাংবাদিক পরিচয় দিয়ে রাজধানীর পুরান ঢাকা চাঁদা আদায় করার সময় ওই যুবককে আটক করা হয়েছে। আটককৃত যুবকের নাম মোঃ ফরহাদ উদ্দিন। RAB-10 এর ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ওই যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে।
আটক অবস্থায় যুবকের কাছ থেকে একটি মোবাইল ফোন ও চাঁদা আদায় কৃত ১৬ হাজার টাকা পাওয়া গেছে। তিনি আরো বলেন, এর মতো যুবকদের এমন কার্যকলাপের কারণে প্রকৃত সাংবাদিকদের বিভিন্ন মহলে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয়।