মোঃ নুর আলম ইসলাম (রাঙ্গা) চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কোম্পানীগঞ্জের বসুরহাটে রাজনৈতিক প্রতিহিংসায় গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যু হয়। বোরহানউদ্দিনের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা পরিষদ চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ মফম্বল সাংবাদিক ফোরামের চিলমারীর আয়োজনে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
উক্ত প্রতিবাদ কর্মসূচিতে মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ফজলুল রহমানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন।
সাপ্তাহিক যুগের খবর পত্রিকার সম্পাদক এস এম নুরুল আমিন সরকার,চিলমারী প্রেস ক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধি গোলাম মাহবুব, ভোরের কাগজ প্রতিনিধি মামুনুর রশীদ,আনন্দ টিভি জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন,দৈনিক যুগের আলো প্রতিনিধি হুমায়ূন কবির, দৈনিক মানবজমিন প্রতিনিধি সাওরাত হোসেন সোহেল,দৈনিক সমাচার ও জয়যাত্রা টিভির চিলমারী প্রতিনিধি ছাবেদ আলী মন্ডল সবুজ প্রমূখ। উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন হত্যাকারীরা যতই ক্ষমতাবান হোক না কেন তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন।