সোনাইমোড়ী ডেস্ক:সাতক্ষীরায় শ্যামনগর উপজেলার একটি চিংড়ির ঘের থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার মৃত্যুর কারণ জানা যায়নি।
জানা গেছে,আজ শুক্রবার সকাল নয়টার সময় উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের অনন্তপুর-মাজাট গ্রামের চিংড়ির ঘের থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূর নাম নুরুন্নেছা বেগম।
নিহত গৃহবধূর স্বামী সংবাদ প্রতিনিধিদের জানান, গতকাল বৃহস্পতিবার এশার নামাজের পর থেকে তাঁর স্ত্রী নুরুন্নেছা বেগমের খোঁজ পাওয়া যাচ্ছিল না। আশপাশসহ বিভিন্ন জায়গায় রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খবর মেলেনি।
পরে আজ ভোরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি চিংড়ি ঘেরের পানিতে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।