সোনাইমোড়ী ডেস্ক: সাতক্ষীরায় চাঁদাবাজির অভিযোগে দুই প্রতারককে আটক করেছে পুলিশ। জানা গেছে,গত মঙ্গলবার (১৬ মার্চ) শহরের মেহেদীবাগ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃত আসামিরা হলেন, সাইফুল ইসলাম ও আলমগীর কবির।
এবিষয়ে পুলিশ সংবাদ প্রতিনিধিদের জানান,গত সোমবার রাতে এই দুই আসামি সদর উপজেলার বৈকারীর এলাকার আব্দুস ছালেক নামের এক ব্যক্তির বাড়িতে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে এক লাখ চাঁদাবাজি করে হাতিয়ে নেয়।
পরেরদিন মঙ্গলবার সকালে ঐ ব্যক্তি বিষয়টি সাতক্ষীরা সদর থানায় অভিযোগ জানায় পরে অভিযোগ পেয়ে পুলিশ চাঁদাবাজদের আটক করার জন্য অভিযান চালিয়ে পুলিশ শহরের মেহেদীবাগ এলাকা থেকে দুই আসামিকে আটক করে। পরে অভিযোগকারী থানায় এসে তাদেরকে শনাক্ত করেন।সাতক্ষীরা সদর থানার এসআই জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া করা হবে।