সোনাইমোড়ী ডেস্ক: সাতক্ষীরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের দায়ের কোপে প্রাণ গেল ছোট ভাইয়ের।
সাতক্ষীরার সংবাদ প্রতিনিধি জানান, রবিবার ৭ ই মার্চ রাত ৯ টার সময় সাতক্ষীরার পাটকেলঘাটা থানার
জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সাতক্ষীরার পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে বড় ভাই। নিহতের নাম মোস্তফা মল্লিক (৩৫)। স্থানীয়রা জানান, প্রথমে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয় ঝগড়ার মধ্যে পরে একসময় বড় ভাই শাহজাহান মল্লিক দা দিয়ে আঘাত করে এতে তার ছোট ভাই গুরুতর আহত হয়।
পরে তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ঘটনাস্থলে পরিদর্শন করতে এসে পাটকেলঘাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে বড় ভাইসহ মোট ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।