সোনাইমোড়ী ডেস্ক: সাতক্ষীরায় বাসের ধাক্কায় এক জন নিহত ও আহত হয়েছেন একজন।
জানা গেছে, আজ সাতক্ষীরা-শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলায় দ্রুতগামী বাসের ধাক্কায় এক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।
ঘটনাটি ঘটেছে ,আজ শুক্রবার সকাল ৯ টার পর উপজেলার গাজীরহাটের মোজাদ্দেদ মিশনের সামনে।
নিহতের নাম সৌমিত্র রায় ও আহত ব্যক্তির নাম জাকির হোসেন।
স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, নিহত সৌমিত্র আজ শুক্রবার সকালে সাইকেলে করে বাড়ি থেকে বের হয়ে গাজীরহাট মোজাম্মেদ মিশনের সামনে বাঁশের ঝুড়ি ও আটল বিক্রেতা জাকির হোসেনের নামের এক ব্যক্তির সঙ্গে রাস্তার পাশে দাঁড়িয়ে কথা বলছিলেন।
এ সময় কালিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী গ্রীন বাংলা পরিবহনের একটি বাস সৌমিত্র রায় ও জাকিরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সৌমিত্র রায় মারা যান।
এসময় জখম জাকির হোসেন নামের ঐ ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এবিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বাসটি জব্দ করা গেলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। নিহতের ছেলে মামলা করবেন বলে জানিয়েছেন