সোনাইমোড়ী ডেস্ক: সাতক্ষীরায় সৎ বাবার হাতে ধর্ষন হয়েছে। জানা গেছে, সাতক্ষীরায় পাটকেলঘাটা থানায় জুসখোলা গ্ৰামে ১২ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণ করেছে তার সৎ বাবা।এ ঘটনায় দোষীকে আজ ভোরে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম রফিকুল ইসলাম (৩৮) ঠিকানা জুসখোলা গ্ৰাম।এ বিষয়ে পাটকেলঘাটা থানার ওসি জানান,১২ বছর আগে তার স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয় যায়।পরে তিনি আবার বিয়ে করেন সেই পক্ষের দুই কন্যা সন্তান রয়েছে।
একজন সন্তান পাবনায় থাকে ও অন্যজন ছোট মেয়ে ১২ বছর বয়স ঢাকায় কাজ করে।সে বাড়িতে আসায় তার সৎ বাবা তাকে বিভিন্ন সময়ে ধর্ষনের চেষ্টা করে।২১ শে ফেব্রুয়ারি মেয়েকে এক পেয়ে ধর্ষন করে পরে বিষয়টি তার মাকে বললে তার মা বাদী হয়ে পাটকেলঘাটা থানায় তার সৎ বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের মামলা করেন।এই মামলায় আজ সকালে আসামিকে গ্রেফতার করে।