এসএম টিভি ডেস্ক: অবৈধ পথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে ৩ জনকে গ্রেফতার করেছে বিজিবি। গতকাল সোমবার ১৪ জুন সাতক্ষীরার ভোমরা ও তলুইগাছা সীমান্ত এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্ৰেফতার করা হয়।
বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তি তথ্যসূত্রে জানা গেছে- গ্ৰেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বালুখালী রোহিঙ্গা শরণার্থী শিবিরের মোহাম্মদ ওমর ফারুক, যশোরের রূপদিয়া এলাকার সোনিয়া ও সাতক্ষীরার দেবহাটা এলাকার তাসলিমা। গ্ৰেফতারকৃতদের কলারোয়ার সোনাবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হয়েছে জানা গেছে।