একদা আমার মনে সাধ জেগেছিল, রংধনু হবো,
সাত রঙা রঙে আবৃত করবো নিজেকে,
গোধূলির স্নিগ্ধ ছায়ায় মিশানো সন্ধ্যে কে অালিঙ্গন করবো,
আরও ভেবেছিলাম, বাতাসের ওই মিষ্টি গন্ধে শ্বাস নেব ভরপুর,
বিকেল ছোয়া পূর্ব দিগন্তে হুট করে হাড়িয়ে যাবো,
আবার কোন গোধূলি লগ্নে নাম না জানা কত মানুষের সাথে শেষ ট্রেনে ঘরে ফিরবো,
নতুন কোন বেশে নতুন আমি হয়ে কড়া নাড়বো তোমার দরজায়,
তুমি চিনবে না ভেবে,
পুলকিত হব আমি, কিংবা হবো শিহরিত।
কি করি বলো,
সাধ যে ছিল রংধনু হবো!
সাত রঙে রাঙাবো বলে,
তোমার থেকে কত দূরে চলে এলাম,
অথচ তুমি কিচ্ছুটি জানলে না,
আর তাই এই নতুন বেশ এর আমিকে বরণ করে নিলে!
আর ভুলে গেলে পুরাতন আমির ক্ষত বিক্ষত অস্তিত্বের কথা,
তবে জানো কি?
তুমি বরণ করে নিয়েছ ঠিকই।
তবে আমি পারি নি।
আমি রংধনু হবো যে তাই।
সাত রঙে রাঙালে ওসব মিথ্যে বন্ধনে আবদ্ধ হলে চলে না।
তবে ফের হারাবো মেঘের ভাজে,
আবার কোন গোধূলি লগ্নে চুপটি করে।
এবার আর শেষ ট্রেনে ফিরবো না।
বরং অজানার ভীড়ে হবো নিরুদ্দেশ।
সাত রঙা রঙে আবৃত করবো নিজেকে,
গোধূলির স্নিগ্ধ ছায়ায় মিশানো সন্ধ্যে কে অালিঙ্গন করবো,
আরও ভেবেছিলাম, বাতাসের ওই মিষ্টি গন্ধে শ্বাস নেব ভরপুর,
বিকেল ছোয়া পূর্ব দিগন্তে হুট করে হাড়িয়ে যাবো,
আবার কোন গোধূলি লগ্নে নাম না জানা কত মানুষের সাথে শেষ ট্রেনে ঘরে ফিরবো,
নতুন কোন বেশে নতুন আমি হয়ে কড়া নাড়বো তোমার দরজায়,
তুমি চিনবে না ভেবে,
পুলকিত হব আমি, কিংবা হবো শিহরিত।
কি করি বলো,
সাধ যে ছিল রংধনু হবো!
সাত রঙে রাঙাবো বলে,
তোমার থেকে কত দূরে চলে এলাম,
অথচ তুমি কিচ্ছুটি জানলে না,
আর তাই এই নতুন বেশ এর আমিকে বরণ করে নিলে!
আর ভুলে গেলে পুরাতন আমির ক্ষত বিক্ষত অস্তিত্বের কথা,
তবে জানো কি?
তুমি বরণ করে নিয়েছ ঠিকই।
তবে আমি পারি নি।
আমি রংধনু হবো যে তাই।
সাত রঙে রাঙালে ওসব মিথ্যে বন্ধনে আবদ্ধ হলে চলে না।
তবে ফের হারাবো মেঘের ভাজে,
আবার কোন গোধূলি লগ্নে চুপটি করে।
এবার আর শেষ ট্রেনে ফিরবো না।
বরং অজানার ভীড়ে হবো নিরুদ্দেশ।