বিভিন্ন দেশে মেসেঞ্জার ব্যবহারকারী হ্যাকারদের কবলে পড়েছেন।সিংগাপুর এর গোয়েন্দা সংস্থা জানায়,ব্যবহারকারীদের টার্গেট করে স্ক্যাম ক্যাম্পেইন চালানো হচ্ছে।
ভারতের সংবাদ মাধ্যম গেজেটস নাউ এর বিশেষ প্রতিবেদন এ হ্যাকারদের কথা বলা হয়।৮০ ভাগের ও বেশি দেশে মেসেঞ্জার ব্যবহারকারী হ্যাকারদের কবলে পড়েছেন।ইউরোপ,এশিয়া, আমেরিকা, মিডল ইস্ট এর ব্যবহারকারী ।
ফেসবুক মেসেঞ্জার এর আপডেট ভার্সন এর লিংক দিয়ে হ্যাকাররা ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে।এই কাজে তারা ফেইক আইডি ব্যবহার করছে।গত বছর সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টি করে।
আইবি জানায়,মেসেঞ্জার এর আপডেট ভার্সন ইন্সটল এর জন্য লিংক ব্যবহার করা হচ্ছে।এভাবে ব্যক্তিগত তথ্য ফাস হচ্ছে।
হ্যাকারদের হাত থেকে বাচতে হলে কোন ধরনের লিংক ক্লিক করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে।থার্ড পার্টি থেকে পাওয়া ওয়েবসাইট এ পারসোনাল ইনফরমেশন দেয়া যাবেনা।