সোনাইমোড়ী ডেস্ক: সিরাজগঞ্জে অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে একজন।
ঘটনাটি ঘটেছে,সিরাজগঞ্জের কামারখন্দে এলাকায়। নিহতের নাম জহুরুল ইসলাম।
এবিষয়ে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, নিহত জহিরুল ইসলাম গতকাল রোববার রাত সাড়ে ৯টার সময় অটোভ্যানে বালু নিয়ে বাড়ি ফেরার পথে কর্ণ কয়েলগাতি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি উল্টে তার নিচেই চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে মারা যান জহুরুল ইসলাম।