এসএম টিভি ডেস্ক: সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে বিদেশী বিয়ার ক্যানসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গতকাল দিবাগত রাতে রাতের গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানা এলাকায় তামাই মৌজাস্থ, তামাই নতুনপাড়া সিড়ি জামে মসজিদের সামনে উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১২টি বিয়ার ক্যানসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
এ সময় তাকে তল্লাশি করে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ২ টি মোবাইল জব্দ করে।
আটককৃত আসামির নাম মোঃ রিফাত হোসেন।
র্যাব-১২ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় পাঠানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।