এসএম টিভি ডেস্ক: সিরাজগঞ্জের ঢাকা -বগুড়া মহাসড়কের উল্লাপাড়ায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা ১১টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর নাম রওশনারা বেগম। তার ঠিকানা সিরাজগঞ্জ সদর উপজেলার বিলগজারিয়া গ্রামে।
স্থায়ী সূত্রে জানা গেছে, নিহত রওশনারা মোটরসাইকেলে করে বগুড়া থেকে সিরাজগঞ্জে যাওয়ার সময় ধোপাকান্দি মমতাজ ফিলিং স্টেশনের সামনে পৌছালে অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে যান।
এসময় পেছন থেকে আসা একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।