সোনাইমোড়ী ডেস্ক: বাস ও সিএনজি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনার জেরে সিরাজগঞ্জের সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল থেকে সিরাজগঞ্জের জেলাসহ সব রুটের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ করে বাস শ্রমিকরা ধর্মঘট পালন করছে।এ নিয়ে বাস সিএনজি শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এদিকে সকাল থেকে সিরাজগঞ্জ পৌর বাস টার্মিনাল কম্পিউটার থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
এর আগে সিরাজগঞ্জে রাজশাহী গান বাস চলাচল বন্ধ ছিল কিন্তু সিএনজি সজল বন্ধ না করা এই নিয়ে বাস-সিএনজির মধ্যে কথা কাটাকাটি নিয়ে এক পর্যায়ে দু পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয় মূলত এই ঘটনাকে কেন্দ্র করে আজ সিরাজগঞ্জ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস মালিক সমিতি। সিরাজগঞ্জে বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সংবাদ প্রতিনিধিদের জানান, সিএনজি শ্রমিকরা ইচ্ছাকৃতভাবে বাস শ্রমিকদের উপর হামলা চালিয়েছে এই হামলার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।