সোনাইমোড়ী ডেস্ক: সিরাজগঞ্জে তাড়াশে ৫০০ গ্ৰাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
জানা গেছে,আজ শুক্রবার দুপুরে গ্রেপ্তারদের সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। আটককৃত আসামিরা হলেন- আব্দুল মজিদ, মিন্টু আহমেদ ও ফরিদুল ইসলাম।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান,গোপন সংবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়েছে। এরপরে তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।