এসএম টিভি ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে দেশীয় মদসহ দুজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১২ । আটককৃত আসামিরা হলেন- ভুট্টু মিয়া ও আব্দুস সামাদ।
র্যাবরের বিজ্ঞপ্তি তথ্যসূত্রে জানা গেছে, র্যাবের একটি চৌকষ দল তাড়াশ থানার ভিকমপুর গ্রামের ঝুড়ঝুড়ি বাজার হতে নিমগাছীগামী পাকা রাস্তার পশ্চিম পার্শ্বে এক মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮.৮ লিটার দেশীয় চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।
এসময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত আসামিদের তাড়াশ থানায় পাঠানো হয়েছে।