সোনাইমোড়ী ডেস্ক: সিরাজগঞ্জে RAB-12 এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার (২ এপ্রিল) গভীর রাতে সলঙ্গা থানার গোলকপুর এলাকা থেকে আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামির নাম রফিকুল ইসলাম।
সিরাজগঞ্জের স্থানীয় সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান, পণ্যবাহী ট্রাকে মাদক পাচার হচ্ছে এমন সংবাদের মাধ্যমে শুক্রবার গভীর রাতে বগুড়া-ঢাকা হাইওয়ে মহাসড়কের সলঙ্গার গোলকপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
এ সময় পণ্যবাহী ট্রাক তল্লাশি করে ২০ কেজি গাঁজাসহ রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে ও ট্রাকটি জব্দ করা হয়। পরে আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় পাঠানো হয়।