সোনাইমোড়ী ডেস্ক: সিলেটের সুরমা আবাসিক হোটেলে পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপ জড়িত নারীসহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৩ মার্চ) রাত ৯টার পরে দক্ষিণ সুরমা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ জড়িত নারীসহ ১০ জনকে গ্রেফতার করে পুলিশ।
সিলেট পুলিশ সুপার সংবাদ প্রতিনিধিদের জানান, গোপন সংবাদের মাধ্যমে মঙ্গলবার রাত সাড়ে ৯টার সময় দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর এলাকার তিতাস হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৩ মহিলা ও ৭ পুরুষকে আটক করে করা হয়েছে। তবে গ্ৰেফতরকৃত আসামিদের নাম জানা যায়নি।