সোনাইমোড়ী ডেস্ক: সিলেটে এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে এক যুবক গ্রেফতার।
ঘটনাটি ঘটেছে,গত মঙ্গলবার (১৬ মার্চ) সকালে উপজেলার শেওলা ইউনিয়নের বালিঙ্গা গ্রামে। এ ঘটনার ৯ ঘন্টা পর এক আত্মীয়ের বাড়ি থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, নিহত স্কুলছাত্রীর নাম নাজনীন আক্তার।
নিহত নাজনীনের বাবা সংবাদ প্রতিনিধিদের জানান, গতকাল সকালে নাজিম উদ্দিন পাশা তাদের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতে আসে। এ সময় বসতঘরে টেলিভিশন দেখা অবস্থায় নাজনীনকে পেছন থেকে জড়িয়ে ধরে দা দিয়ে গলায় কোপ মারে আসামি নাজিম পাশা। এতে ঘটনাস্থলে নাজনীন মারা যায়। ঘটনার পরপরই নাজিম পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধিকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমঘটিত কারণে এই হত্যাকান্ডটি হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে তার আত্মীয়ের বাড়ি থেকে রাতেই গ্রেফতার করা হয়। নাজনীনের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।