সোনাইমোড়ী ডেস্ক: সিলেটে গ্যাসের পাইপের ত্রুটির কারণে বিস্ফোরণে আগুন।
জানা গেছে,আজ সকালে সিলেট দক্ষিণ সুরমা থানার কদমতলি এলাকার দরিয়া শাহ রোডে মরহুম রইছ আলী হাউজের সামনে গ্যাসের পাইপে ত্রুটির কারণে বিস্ফোরণ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা সংবাদ প্রতিনিধিদের জানান,প্রায় আধ ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তারা আরো জানান, অনেক দিন ধরে এলাকার বিভিন্ন স্থানে গ্যাস পাইপ লিক হয়ে প্রতিনিয়ত গ্যাস বাহির হইতে থাকে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ।তাই গ্যাস কর্তৃপক্ষের কাছে তারা দাবি জানান সঠিকভাবে মেরামতের কাজ করার জন্য।