সুখ
রেহনুমা তাবাসসুম
সেদিন দেখেছি ঘোলাটে আকাশে
এক চিলতে সুখ উড়ছে!
মন পাড়ার ইচ্ছেগুলো
ভীষণ জরে পুড়ছে!
ভেবেছিলাম এক চিলতে সুখ
কীবা দিতে পারে?
বুঝিই নি হায়!
দুঃখের উত্তাপও কি দারুণ অনাহারে!
আমি তাই দাড়িয়েছিলাম
মেঘের ওপারে
রংধনু মিলতে গিয়েও
পেলাম না আমি তারে৷
এক চিলতে সুখের আশায়
কি ছুটেছি বারংবার!
ভেবেছি পেয়েই যাবো
এবার হোক যা হবার।
এক চিলতে সুখ পাবো বলে
ডানা মেলা গাংচিলে
বাড়িয়েছি হাত
দুঃখ হারাবার ছলে।
হলো না পাওয়া
সেবারো, আশায় গূড়ে বালি
পথ ভ্রান্ত পথিকের মতো
আমি আবারো আগুন জালি।
মনে ছিল, ভরসা এক
ওই যে! এক চিলতে সুখ!
নাহ! হলো না পাওয়া
মনে করে বাস বেজায় দুখ।
তবুও হাল ছাড়ছি না
হলে হোক অনাসৃষ্টি
মনের দুঃসাহসে খুজেই যাবো
যত দূর যাক দৃষ্টি।