সোনাইমোড়ী ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ কিন্তু মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
ঘটনাটি ঘটেছে,আজ বুধবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। নিহত গৃহবধূর নাম আজমিনা বেগম।
স্থানীয় এলাকাবাসী সোনাইমোড়ী সংবাদকে জানান, উপজেলার বাদাঘাট ইউনিয়ন জামবাগ গ্রামের নিহত গৃহবধূ আজমিনা বেগমের স্বামী অন্যত্র থাকায় প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে রাত ৯টার সময় ছোট ছেলে মেয়ে ও ছোট ননদকে নিয়ে ঘুমাতে নিজ কক্ষে যায়।
তারপরে রাত ২টার পর বিছানায় নিহতের ছেলে তার মাকে না পেয়ে জোরে চিৎকার করে কান্না করে দিলে বাড়ির সবাই এলে দেখে আমজিনা নেই। বাড়ির সামনে দরজা লাগানো থাকলেও পিছনের দরজা খোলা ছিল। পরে রাতেই পরিবারের সদস্যরা সকল আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করার একপর্যায়ে সকাল ৭টার দিকে বাড়ির পাশে লাকড়ি রাখার স্থানে গাছের ডালপালা পাতা দিয়ে ঢাকা মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এবিষয়ে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোনাইমোড়ী সংবাদকে জানান, এই ঘটনাটির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।