এসএম টিভি ডেস্ক: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় দিরাই-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গাগলী সড়ক মোড়ে সিলেটগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয়েছে একজন ও আহত হয়েছেন অন্তত ১০জন।
আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে,আজ শুক্রবার ৪ জুন দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার গাগলা এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা এসএম টিভি সংবাদকে জানান,বাসটি দিরাই থেকে সিলেটের দিকে যাওয়ার সময় গাগলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের মধ্যে ৬ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে। এছাড়াও আর ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।