সোনাইমোড়ী ডেস্ক: সৈয়দপুরে কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে আহত হয়েছেন অন্তত ১৫ জন। এদের মধ্যে ১০ জন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছে এবং বাকীরা নীলফামারী সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। জানা গেছে,৭ ই মার্চ রোববার দুপুর থেকে রাত পর্যন্ত সৈয়দপুরে মাস্ত্রীপাড়া, সাহেবপাড়া ও ওয়াপদাপাড়ায় নারী ও শিশুসহ মোট ১৫ জন কুকুরের কামড়ে শরীরে ক্ষতবিক্ষত হয়ে আহত হয়েছেন।
এই বেওয়ারিশ কুকুরের কামড়ে শরীরে ক্ষতবিক্ষতের ঘটনায় পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এই আতঙ্কের ভয়ে শহরের লোকজন দল বেঁধে লাঠিসোটা নিয়ে রাস্তায় চলাচল করছে।