দেশে করোনা পরিস্থিতির অবনতি হলে যেকোনো সময় স্থগিত করা হতে পারে বইমেলা। গতকাল সোমবার বাংলা একাডেমিতে মেলা নিয়ে সমন্বয় সভা সভা শেষে এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, এখন পর্যন্ত যেভাবে আছি, তাতে বইমেলা মাসব্যাপী চলবে বলে আমরা বিশ্বাস করি ।
আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করেছি- পরিস্থিতি যদি আরো খারাপ হয়, প্রয়োজনে বইমেলা হয়তো বন্ধও করে দেওয়া হতে পারে।
উল্লেখ্য, আগামী ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি এবারের বইমেলার উদ্বোধনের কথা রয়েছে।