গত কয়েক মাস আগেই ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মুসা সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী সানাই মাহবুব। বিগত কয়েকদিন দাম্পত্য কলহ ও বিয়েবিচ্ছেদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচিত হচ্ছেন মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব।
২২ মে ২০২৩ সানাই প নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘বিচ্ছেদ স্বাভাবিক ব্যাপার, জীবনেরই অংশ’ শীর্ষক স্ট্যাটাস দিয়ে ডিভোর্সের ইঙ্গিত দেন। ৩১ মে রাত প্রায় ৯টার দিকে ফেসবুকে পেজে স্বামী আবু সালেহ মুসার সঙ্গে ডিভোর্সের অফিশিয়াল কাজ শুরুর খবর দেন সানাই। কিন্তুু আশ্চর্যের বিষয় সম্প্রতি সানাইয়ের স্বামী আবু সালেহ মুসা সংবাদমাধ্যমে জানান,সানাই তাকে অতিরিক্ত মারধর করায় তার কিডনিতে সমস্যা হয়েছে।তাই সে শারীরিক ভাবে অসুস্থ। শুক্রবার ২ মে ফেসবুকেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন সানাই। তার দাবি, তার স্বামীর দাবি সত্যি নয়।ডিভোর্সের কারন সে সকলের সামনে নিয়ে আসতে চাইনি বলে এতদিন চুপ ছিলাম। আমার স্বামী শারীরিক ভাবে অক্ষম তাছাড়া পর চিন্তা ভাবনা ভিষন বাজে।ওর নানা সাইকোলজিকাল সমস্যা আছে।আমি কেন পৃথিবীর কোন মেয়েই ওর সাথে সংসার করতে পারবেনা। সানাই মাহবুব ফেসবুকে আরও লেখেন— পেইজ হ্যাক হওয়ার কারণে আমি এক্সেস পাচ্ছিলাম না। আর ওই দিকে আমাকে নিয়ে যে লেভেলের মিথ্যা খবট প্রচার করা হচ্ছে আমি সত্যিই অবাক। সাংবাদিকের কাছে আমার যোগাযোগ নাম্বার আছে তারা ফোন দিয়ে সত্য মিথ্যা না জেনেই ভুল খবর প্রচার করছে। আর আমি কোন দুঃখে আমার স্বামীকে মারতে যাব? আর কিডনি ড্যামেজ করে দিয়েছি মানে? আসেন আপনারা সবাই মিলে পপুলার কিংবা ল্যাবএইডে গিয়ে লাইভে আমার স্বামীর কিডনি পরীক্ষা করে দেখি।আমি ওপেন চ্যালেঞ্জ করছি।এ নিউজ সম্পূর্ণ ভিত্তিহীন।