বেপরোয়া যান চলাচলের কারনেই মুলত সড়ক দুর্ঘটনা দেখা যায় ।
গত তিন দিন ধরে রাজধানীর উত্তরা, মতিঝিল, পল্টন, প্রেস ক্লাব, মৎস্য ভবন, শাহবাগ, কারওয়ানবাজার, ফার্মগেট, মৌচাক, মালিবাগ, মগবাজার, সায়েদাবাদ, কমলাপুর, মুগদা, বাসাবো, মালিবাগ, রামপুরা, বাড্ডা এলাকার সড়কে ঘুরে বেপরোয়া বাস চলাচলের দৃশ্য দেখা গেছে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের তথ্য বলছে, ২০২০ সালে দেশে সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ১৪১ জনের। ৪ হাজার ৯২টি দুর্ঘটনায় একই সময়ে আহত হয়েছেন ৫ হাজার ৮৫ জন।
তবে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্যমতে, গত বছর দেশে ৪ হাজার ৭৩৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ৪৩১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ৭ হাজার ৩৭৯ জন। অন্যদিকে সড়ক পরিবহন কর্র্তৃপক্ষ বা বিআরটিএ’র হিসাবমতে, প্রতিদিন সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় ৩০ জন।
সে হিসাবেও বছরে এ সংখ্যা দাঁড়ায় ১০ হাজার ৮০০ জনে। বিশ্বব্যাংকের হিসাবে দেশে বছরে ১২ হাজার আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেকর্ড অনুযায়ী ২০ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান।