বর্তমান মোটরসাইকেল দুর্ঘটনা অনেকাংশে বেড়ে গেছে। বিশেষ করে উঠতি বয়সি ছেলেরা বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে। অনেকে হেলমেটবিহীন, আবার অনেকে দুজন যাত্রীসহ মোটরসাইকেল চালানোর ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে।
প্রাইভেটকার ও মাইক্রোবাস মহাসড়কে বেপরোয়াভাবে চালানোর ফলে দুর্ঘটনার শিকার হচ্ছে। দেখা গেছে, পরিবারের সব সদস্য একসঙ্গে সড়ক দুর্ঘনায় নিহত হয়েছে। যেহেতু আমাদের দেশে মহাসড়ক সুরক্ষিত নয়, তাই আমাদের গাড়ির গতি কমাতে হবে।
জরুরি কারণে বা ইমার্জেন্সি একটি গাড়ির আরেকটি গাড়িকে ওভারটেক করার প্রয়োজন হতে পারে। মহাসড়কে চলার জন্য আমি দুটি রোড সাইনের কথা বলব। একটি সাইন থাকে সোজা রাস্তায় সাদা ফাঁকা ফাঁকা দাগ; এক্ষেত্রে একজন চালক ইচ্ছা করলে ওভারটেক করতে পারে।