অগোছালো ভাষায় তোমায় একদিন চিঠি লিখবো,
মনের সাদা কালো কতক রং মিশিয়ে আল্পনা আঁকবো।
ইচ্ছে হলে কাজল লেপ্টে থাকা চোখ ভিজে যাবে,
না ঘুমানো রাত্রি জাগা পাখিরা সব দুঃখের সাথে মিশে রবে।গহীন বনের একলা চাদের মতো ঘুপটি মেরে বসে থাকবো,
কোলের কাছে হুতুম পেচাকে জরিয়ে রাখবো।
তোমাকে একদিন ঝুম বৃষ্টিতে দেখতে চাইবো।
হঠাৎ করে তোমাকে অগোছালো চিঠিতে আহবান জানাবো।
মনের সাদা কালো কতক রং মিশিয়ে আল্পনা আঁকবো।
ইচ্ছে হলে কাজল লেপ্টে থাকা চোখ ভিজে যাবে,
না ঘুমানো রাত্রি জাগা পাখিরা সব দুঃখের সাথে মিশে রবে।গহীন বনের একলা চাদের মতো ঘুপটি মেরে বসে থাকবো,
কোলের কাছে হুতুম পেচাকে জরিয়ে রাখবো।
তোমাকে একদিন ঝুম বৃষ্টিতে দেখতে চাইবো।
হঠাৎ করে তোমাকে অগোছালো চিঠিতে আহবান জানাবো।
সন্ধে রাতে তোমার কাধে মাথা রেখে গল্প জুড়ে দেবো,
তোমার কাছাকাছি বসে চুপটি করে মাতাল ঘ্রাণ নেবো।
আচ্ছা? খোলা পাতার মতো আমিও যদি তোমার কাছে আসি,
বলে দিই খুব সন্তর্পনে? যে খুব ভালোবাসি?
ভাববে কি মাতাল হলেম?
মাথার তার বুঝি গেলোই ছিড়ে?
হাহা। বড্ড হাসবো আমি।
বলবো, মাথা নেড়ে।
ভালোবাসায় আমি পাগলই হয়েছি, বুঝলে?
সন্ধের এই নিবিড় খনে,কি মায়াতেই না সাজলে!
শুনো গো প্রাণ খুলে সখা,
বাসি ভালো তোমায়।
বললে তুমি,তাই বুঝি আজ
দিগবিদিক ভরছে জোছনায়।
আমি তুমি দুজন মিলে কাটাবো বেশ কিছুক্ষণ,
চাদের নিচে আর তারার মেলায় ।
ভাসিয়ে দেবো নীল জোছনা
হাসি গান আর খেলায়।