সোনাইমোড়ী ডেস্ক: কেরানীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত শাক্তা ও রোহিতপুর ইউনিয়নের মধ্যবর্তী স্থান রামেরকান্দা। দিন দিন রামেরকান্দা যেন ক্যাফের শহরে পরিণত হচ্ছে। প্রশাসনের অসহযোগিতায় দিন দিন বেড়েই চলেছে ক্যাফের সংখ্যা। ক্যাফের মধ্যে অপর্যাপ্ত গাড়ি পার্কিং এর জায়গা রয়েছে। যার কারণে রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করা হয়। রাস্তার মধ্যে গাড়ি পার্কিং করার জন্য রাস্তার যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। পূর্বের তুলনায় এখন জনগণকে বেশি সময় এই ভোগান্তি পোহাতে হচ্ছে। শুধু যে যানজটই সমস্যা তা নয় এখন এইখানে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনার সংখ্যা ও। কোন নিয়ম না মেনেই গাড়ি এক পাশ থেকে অন্য পাশে গাড়ি পার্কিং করতে গিয়ে ঘটে চলেছে সড়ক দুর্ঘটনা। মানুষ নিরাপদভাবে এখন রাস্তা চলাচল করতে পারে না। দিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। এছাড়া ও খাবারের মান নিয়েও আছে নানা অভিযোগ রয়েছে এলাকাবাসীর। খাবারের মান কি ঠিক মাত্রায় আছে নাকি তা নিয়ে আছে সংশয় আছে তাদের।তাই কেরানীগঞ্জ এলাকাবাসীদের উপজেলা প্রসাশনের কাছে দাবি করা হচ্ছে যে মানুষের ভোগান্তি কমানো, সড়ক দুর্ঘটনা হ্রাস করা ও খাবারের সঠিক মান নিশ্চিত করার জন্য।
হঠ্যাৎ কেরানীগঞ্জের রামেরকান্দার যানজট বেড়েই চলেছে।
0
627