এসএম টিভি ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং ও মাধবপুর উপজেলায় একদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, গতকাল বুধবার ১৬ জুন দুপুরে ও বিকেলে।
স্থায়ী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে বাড়ির পাশের বাবুর তলাব নামক একটি পুকুরে গোসল করতে গিয়ে তারা পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন। নিহত দুই শিশুরা হলো-তাসফিয়া ও নুসরাত।
আরো জানা যায়,উপজেলার ধর্মঘর ইউনিয়নে লামিয়া আক্তার নামের এক শিশু খেলতে খেলতে বাড়ির পাশের দএকটি পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন পরিবারের সদস্যরা। লামিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।