সোনাইমোড়ী ডেস্ক: হবিগঞ্জে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ কিন্তু মেলেনি মৃত্যুর রহস্য। জানা গেছে, হবিগঞ্জের শ্যামলী আবাসিক এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সংবাদ প্রতিনিধি জানান,বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার সময় ওই এলাকার বাগানবাড়ি নামক স্থান থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।ঐ যুবকের নাম নিজাম উদ্দিন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ প্রতিনিধিদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তার হাতে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।