এসএম টিভি ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে গরু চরাতে গিয়ে ট্রাকচাপায় নিহত হয়েছে একজন। নিহতের নাম আফতাব মিয়া। আজ বৃহস্পতিবার ২৪ জুন সকাল ৮টার সময় এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, উপজেলার চন্দছড়ি গ্রামের বাসিন্দা আফতাব মিয়া সকালে তার একটি গরুকে ঘাস খাওয়ানোর জন্য মাঠে চরাতে নিয়ে যান। গরু মাঠে দিয়ে বাড়িতে ফেরার পথে ধুলিয়াখাল থেকে মিরপুরগামী একটি ট্রাক চন্দছড়ি এলাকায় তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশ।