সোনাইমোড়ী ডেস্ক: হবিগঞ্জে মা-মেয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ কিন্তু মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি।হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার দিগাম্বর বাজারে একটি বাড়ি থেকে মা ও মেয়ের গলাকাটা লাশ বের করেছে পুলিশ। নিহত মা-মেয়ের নাম অঞ্জলী ও পূজা।
স্থানীয় সংবাদ প্রতিনিধি জানান,সন্দীপ দাশ নামের এক ব্যক্তি তার পরিবার নিয়ে বাজারের পাশে একটি বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকেন।বুধবার তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জ যান। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার সময় তিনি বাসায় ফিরে দেখেন ঘরের দরজা খোলা। স্ত্রী ও মেয়ের লাশ খাটের নিচে পড়ে আছে। এই দৃশ্য দেখার পর সে চিৎকার করে তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে পুলিশকে খবর দিলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
এবিষয়ে পুলিশ জানায়, এই ঘটনার মৃত্যুর কোন রহস্য পাওয়া যায়নি আশা করি ঘটনাটি তদন্ত করে সত্যতা যাচাই করে আসামিকে দ্রুত আটক করা হবে।