27 C
Dhaka
Tuesday, September 26, 2023
spot_img

১ দিনের মধ্যে রাজের থেকে ডিভোর্স চান পরীমণি

২৪ ঘণ্টা অর্থাৎ ১দিনের মধ্যে ডিভোর্স চান ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। সম্প্রতি পরীমণি স্বামী শরিফুল রাজের ভেরিফাইড ফেইসবুক আইডি থেকে রাজের সাথে অভিনেত্রী তানজিন তিশা ও সুনেহারা বিনতে কামালের কিছু আপত্তিকর ভিডিও ও অশ্লীল কথাবার্তার ভিডিও ফাঁস হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজ ও পরীমণির সংসারে টানাপোড়েনের সৃষ্টি হয়।

সোমবার ৫ জুন পরীমণি জানান,স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের কাছ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স চান তিনি।কারন,একজন ফেক মানুষের সঙ্গে থাকতে পারবেন না তিনি। ৫ জুন রাতে একটি সংবাদমাধ্যমে লাইভে এসে পরীমণি বলেন, একটা ফেক মানুষের সঙ্গে থাকতে পারব না। একজন মানুষকে রেসপেক্ট দেয়া তো ভেতর থেকে আসে, সেটা তো আপনি দেখাতে পারবেন না।আমিও পারবোনা। গতকালকে রাজের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকার দেখলে আপনারা বুঝতে পারবেন,সে কতটা ফেক আর কতটা রিয়েল। আমার তো বলার নেই কিছু। আমি সব কিছু পাবলিককে দিয়ে দিলাম। সাংবাদিকরা জানতে চাইলেন,দাম্পত্য কলহের ব্যাপারে স্বামী রাজের সঙ্গে সমঝোতা চান কিনা?এ প্রশ্নের জবাবে পরীমণি বলেন, আমি আর বসতে চাই না। আমি চাই রাজ আমাকে ২৪ ঘণ্টার মধ্যে ডিভোর্স দিয়ে দিক। রাজের স্ত্রী নয় রাজ্যের মা হওয়া আমার কাছে অনেক আরাম, শান্তি ও সম্মানের। যেটার মধ্যে কোন ফেকনেস ও মিথ্যা নেই।

সাম্প্রতিক পোষ্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

23,000FansLike
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe

জনপ্রিয় পোষ্ট