জাকজমক পূর্ন আবুধাবিতে বসেছে ২৩তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (আইফা)। আইফাকে ঘিরে আবুধাবিতে যেনো তারার মেলা। হৃতিক রোশান,সালমান খান, ভিকি কৌশল, জেনেলিয়া ডিসুজা, মৌনি রায়, সারা আলি খান, জ্যাকলিন ফার্নান্ডেজ,অভিষেক বচ্চন,কমল হাসান,নোরা ফাতেহি সহ বড় বড় তারকারা ২৩তম আইফায় উপস্থিত ছিলেন।
জনপ্রিয় ভিন্নমাত্রার সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির’র জন্য সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড জিতলেন আলিয়া ভাট।অন্যদিকে ‘বিক্রম বেদা’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ওর্য়াল্ড হ্যান্ডসাম খেতাব প্রাপ্ত হৃতিক রোশন। এছাড়াও সেরা পরিচালকের সম্মান পেয়েছেন আর মাধবন এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত হলেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। এবারের আইফা’য় অভিষেক বচ্চন ও ভিকি কৌশলের সঞ্চালনায় পারফর্ম করেন জনপ্রিয় অভিনেতা সালমান খান, ড্যান্সার ও আর্টিস্ট নোরা ফাতেহি, রকুল প্রীত সিংসহ জ্যাকলিন ফার্নান্ডেজ প্রমুখ। তবে আইফার সবচেয়ে বেশি পুরস্কার জুটেছে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা’র এবং তারপরেই আছে সঞ্জয় লীলা বনসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’। দেখে নিন ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার (আইফা) ২০২৩ সালের কিছু বিজয়ীদের তালিকা *সেরা পরিচালক: মাধবন (রকেট্রি: দ্য নাম্বি ইফেক্ট) *সেরা অভিনেত্রী : আলিয়া ভাট *সেরা অভিনেতা :হৃতিক রোশন *সেরা সিনেমাটোগ্রাফি: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি *সেরা চিত্রনাট্য: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি *সেরা সংলাপ: গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি * সেরা কোরিওগ্রাফি: ভুল ভুলাইয়া ২ *সেরা সাউন্ড ডিজাইন: ভুল ভুলাইয়া ২ *সেরা ভিজ্যুয়াল স্পেশাল ইফেক্ট: ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা *সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সিনেমা (বিক্রম বেধা) *সেরা সম্পাদনা: সিনেমা (দৃশ্যম ২) *সেরা সাইড নায়িকা : মৌনি রায় (ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান) *সেরা সাইড নায়ক: নিল কাপুর (জুগ জুগ জিয়ো) *সিনেমা জগৎ এ ফ্যাশনের জন্য: মনীশ মালহোত্রা *ভারতীয় সিনেমায় অসামান্য কৃতিত্বের স্থান : কমল হাসান *সেরা গায়িকা: শ্রেয়া ঘোষাল (ব্রহ্মাস্ত্র ১-এর রসিয়া গানের জন্য) *সেরা গায়ক: অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য) * সেরা সংগীত পরিচালক: প্রীতম (ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান- শিবা) *সেরা চলচ্চিত্র গীতিকার: অমিতাভ ভট্টাচার্য (ব্রহ্মাস্ত্র ১-এর কেশরিয়া গানের জন্য)