সোনাইমুড়ী ডেস্ক: মাস্ক না পরার অপরাধে বরিশালে ১৫ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বরিশালের সোনাইমোড়ী সংবাদ প্রতিনিধি জানান,আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সংবাদ প্রতিনিধিদের জানান, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নগরীর সার্কিট হাউজ মোড় থেকে সদর রোডের টাউন হল পর্যন্ত জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়েছে।
এই অভিযানের সময় মাস্ক না পরার অপরাধে ১১ ব্যক্তিকে ২ হাজার ৯শ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জেলা প্রশাসনের আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত নগরীর চকবাজারসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়।
এই অভিযানের সময় মাস্ক না পরার অপরাধে ৪ জনকে ৯শত টাকা জরিমানা করা হয়।