সোনাইমোড়ী ডেস্ক: RAB-6 এর অভিযানে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামিকে আটক করা হয়েছে। জানা গেছে,আজ ১৬ ই মার্চ মঙ্গলবার ভোরে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চিথলিয়া গ্রামে থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির নাম আবু সোমা ঠিকানা হরিণাকুণ্ডু উপজেলার পৈলানপুর গ্রাম।
ঝিনাইদহ র্যাব-৬ এর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সংবাদ প্রতিনিধিদের জানান, হরিণাকুন্ডুর ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমা চিথলিয়া গ্রামে পালিয়ে ছিলো। এমন গোপন সংবাদের মাধ্যমে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শেষে তিনি আরো জানান,আজ মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি হরিণাকুন্ডু উপজেলার বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাগানে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করেন আসামি আবু সোমা।
এই ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে ২ সহযোগীসহ আবু সোমার নাম উল্লেখ করে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছিলেন। সেই ধর্ষনের মামলায় প্রধান আসামিকে আজ আটক করা হয়েছে।